
মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল, থানার ওসি আব্দুল রাজ্জাক , ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ সহ ২৪-৩০ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী বীরগঞ্জ মৎস্য অফিস কর্তৃক গৃহীত জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী সভায় অবহিত করা হয়।