মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) নিয়োগ পেয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো: মমতাজ উদ্দিন (এনডিসি)। গত ১৯ নভেম্বর মহামান্য রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ পান মমতাজ উদ্দিন।
তিনি ১৯৯৪ সালে ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রনালয়, গণপূর্ত মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন৷ সর্বশেষ খাদ্য মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। মহাপরিচালক পদে মমতাজ উদ্দিনের পদোন্নতি হওয়ায় বীরগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।