Subscribe our Channel

অবৈধ্য চালের মুজতদারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে ফুলবাড়ীতে প্রাণের রাইচ মিল পরিদর্শনে উপ-সচিব আবি আব্দুল্লাহ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :  সম্প্রতি চালের বাজার উর্দ্ধগতি নিয়ন্ত্রন ও অবৈধ্য চালের মুজুতদারদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণের রাইচ মিল ও চালের গুদাম পরিদর্শন করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ। গত (২৫ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে চালের বাজার নিয়ন্ত্রনে অভিযান ও অবৈধ্য মজুদারদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটিস্থ বঙ্গ  মিলার্স  লিমিটেড  এর প্রাণ গ্রæপের চালের মুজত ও চালের মিল  পরিদর্শন  করেন  বাংলাদেশ  প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ ।

এসময়  দিনাজপুর  জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাহাবুবউল  করিম, জেলা খাদ্য  নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর  মোঃ  আল কামাহ  তমাল উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ জানান, প্রাণের সার্বিক বিষয়ে পরিদর্শন করে তেমন কোন অসংগতি পাওয়া যায় নাই। অবৈধ্য চাল মুজতদারতের বিরুদ্ধে সারাদেশে আমরা অভিযান পরিচালনা করছি। আজ প্রাথমিকভাবে চাল মিল মালিকদের সতর্ক করা হলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *