Subscribe our Channel

নির্বাচনে পুত্রবধূ, এমপি শাশুড়ি বলছেন ‘তারা কথা শোনে না’

পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা (বামে) ও সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা

ঠাকুরগাঁও  জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপক্ষো করেই ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালার পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা। রোববার (২১ এপ্রিল) অনলাইনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।প্রিয়া আগরওয়ালা জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তার স্বামী রাজীব পোদ্দার জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।এছাড়া সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেয়ের জামাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা।দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রিয়া আগরওয়ালার স্বামী রাজীব পোদ্দার বলেন, স্ত্রীকে নিয়ে ২০২০ সালে বাড়ি থেকে বের হয়েছি। এখন আর বাড়িতে থাকিনা।

আগামী ৩০ তারিখ পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন আছে। এর মধ্যে পরিস্থিতি দেখে বিবেচনা করবো। তবে সংসদ সদস্য মা আমাদের নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা করেননি।এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন, আমার পরিবারে ছেলে ও তার স্ত্রী থাকে না। নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন লোক দিয়ে ছেলে ও তার স্ত্রীকে বলেছি। কিন্তু তারা আমার কথা শোনে না।এদিকে প্রধানমন্ত্রীর কঠোর নিদের্শনা না মানায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে।জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাশহুরা বেগম হুরা বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়ে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা পুত্রবধূকে নির্বাচিত করতে উঠে পড়ে লেগেছেন। এজন্য তিনি সদর উপজেলার সব মহিলা নেতৃবৃন্দকে একত্রিত করে পুত্রবধূ প্রিয়ার পক্ষে সমর্থন দিয়ে একটি কাগজে স্বাক্ষর করতে নির্দেশ দেন। এই সমর্থনের কাগজ দলীয় হাইকমান্ডের কাছে পাঠাবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *