
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় স্বচ্ছ সমাজ ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা না থাকায় প্রতারিত হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পঞ্চগড় ৬ নং সাতমেরা ইউনিয়ন ও ৭ নং দেবনগর ইউনিয়নে প্রতারক চক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ এমনটি জানান এলাকার সুশীল সমাজের লোকেরা । মৃত কালুয়া মোঃ, এর পুত্র প্রতারক নজরুল ইসলাম (৫০)ও বোদা উপজেলার সাঁকোয়া এলাকার প্রতারক আল মামুন। নজরুলকে সাথে নিয়ে তার এলাকায় খুলেছে চাকরির ভান্ডার ।সহজ সরল মানুষকে পটিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা নজরুল ইসলাম, ও তার সহযোগীরা। বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে সুকৌশলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। টাকা ফেরত চাইতে গেলে উল্টো ভুক্তভোগীদের কে মামলার হুমকি দেয় সুকৌশলী প্রতারক নজরুল ইসলাম।
এদিকে টাকা হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী মোঃ আনারুল ইসলাম, এর পুত্র রাকিব হোসেন (১৯), মোঃ আকবর আলীর পুত্র মোঃ জমির আলী (২০), রুস্তম আলীর পুত্র মোঃ শাজাহান (১৯), মোঃ আশরাফুল ইসলাম এর পুত্র মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২০), এমন চাকরি প্রত্যাশী ভুক্তভোগী আরো অনেক রয়েছে। এদের অনেকেই জমি,গরু, ছাগল ও জমানো টাকা দিয়ে এখন সর্বস্বান্ত হয়ে সুবিচারের দাবিতে স্থানীয় ইউপি সদস্য মোঃ হেলাল ও , ইউপি চেয়ারম্যান মোঃ রবি, এমনকি পঞ্চগড় জগদল বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর প্রধান এর বরাবরে অভিযোগ জানান। অভিযোগ জানানোর কারণে প্রতারক নজরুল ইসলাম উল্টো ইউপি সদস্য হেলাল, সহ ভুক্তভোগীদের নামে মামলা করেন। এমনতা অবস্থায় ভুক্তভোগীরা কোন কুল কিনারা না পেয়ে গণমাধ্যম কর্মীদের অভিযোগ দেন এবং বলেন আমাদের আর আউটসোর্সিং এর চাকরি করার দরকার নাই নজরুল ইসলাম, আমাদের টাকা ফেরত দিক। কেননা আমাদের বড়ই কষ্টের টাকা বাড়ির জমি এবং গরু ছাগল বিক্রি করে টাকা জোগাড় করে নজরুল ইসলামকে, টাকা দিয়েছি কিন্তু সে যে আমাদের সাথে এত বড় প্রতারণা করবে আমরা তা জানতাম না।