Subscribe our Channel

মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি : দোকানে ফটোকপি,ছবি প্রিন্ট ও অনলাইনের যাবতীয় কাজ করতে যেয়ে হঠাৎ চোখে পড়বে ‘মানবতার বাক্স, মানতার বাক্স’ এমন ব্যানার এবং একটি ছোট্ট বোর্ডের বাক্স। রায়গঞ্জ বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সামিত কম্পিউটার ক্যাফে সুমন আহমেদের দোকানের সামনে এলেই চোখে পড়বে এমন একটি ব্যানার এবং ছোট্ট একটি বোর্ডের বাক্স। বাক্সের গায়ে লেখা আছে কাজ শেষে বেঁচে যাওয়া খুচরা টাকা এই বাক্সে রাখুন।বিপদ গ্রস্থ অন্য একজন ব্যবহার করবে। কিশোর বয়স থেকেই অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে এমন উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এক বছর পূর্ব থেকে এমন একটি সেবামূলক কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে এমন উদ্যোগ নিয়েছেন তিনি। শনিবার ৭ জানুয়ারি এমন মানবতার বাক্স দেখা যায় সুমন আহমেদের দোকানে। মানবতার বাক্স বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,দোকানে ব্যবসা পরিচালার পাশাপাশি অসহায় মানুষদের ক্ষুদ্র সহযোগিতা করতে আমার এই উদ্যোগ। আমার এই বাক্সে আমার দোকানে কাজ করতে আসা ক্রেতারা তাদের সাধ্যমত অর্থ জমা রেখে যান। আর এই জমানো টাকা আমি গরিব অসহায়ের মাঝে দিয়ে থাকি। তিনি আরো জানান আমার মতো এই উদ্যোগ যদি প্রতিটি দোকানে নেওয়া হয়। তাহলে আমরা ব্যবসা পরিচালনর পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাড়াতে পারবো।

দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ১ বছর পূর্বে সুমন হোসেন রায়গঞ্জ বাজারে তার ব্যবসায়িক দোকানে মানবতার বাক্স, বা ডোনেট বাক্স স্থাপন করছেন। যারা কাজ করতে আসেন দোকানে তারা এখানে প্রয়োজনীয় কাজ শেষে গরীব মানুষদের সহযোগিতা করার জন্য মানবতার বাক্সে সামর্থ্য অনুযায়ী অর্থ রেখে যান। আর এই অর্থ অসহায়ের মাঝে দিয়ে দেন ব্যবসায়ী সুমন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *