
হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় লুংলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে লুংলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বাঁশ দিয়ে তৈরিকৃত শহীদ মিনারে ভোর সকাল ৬.৩৮ ঘটিকার সময় কোমলমতি ছাত্র-ছাত্রীদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন।
পরে বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ, স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাধন শিক্ষক (ভারপ্রাপ্ত) রামসিয়াম বম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসএমসি কমিটি’র সভাপতি লাল লিয়ান সাং বম। বিশেষ অতিথি ছিলেন লুংলাই পাড়া কারবারি মুনত্লিং বম, এসএমসি কমিটির সহ-সভাপতি রাম জাথাং বম, এসএসমি কমিটির সদস্য পুনথাং বম।
এসময় কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পুষ্টিকর খাবার আয়োজনের মধ্যভোজন করেন কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও অভিভাবক বৃন্দসহ প্রমুখ। হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি