মো: তোতা মিয়া পঞ্চগড়: বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ মাগো আমার শোলক বেলার কাজলা দিদি কই। পঞ্চগড় শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দুরে অবস্থিত কামাত কাজল দিঘী ইউনিয়নের অন্তর্ভুক্ত মোগল যুগ আমলে খনন করা প্রায় পঞ্চাশ একর জমির উপর কাজল দিঘী। এই কাজল দিঘীর দক্ষিণ পশ্চিম পাশে স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে ইট পাথরের পাকা ঘর নির্মাণ।
এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা দায় সারা কথা বলে এড়িয়ে যান। স্থানীয় সুশীল সমাজের লোকেরা বলছেন যুগ যুগ ধরে এই কাজল দিঘী আমরা দেখে আসছি কিন্তু ভাবনার বিষয় এভাবে দখল করে পাকা ঘর নির্মাণ হবে আমরা তা কখনো ভাবি নি।
কাজল দিঘী ঘিরে গড়ে উঠেছে খাবার হোটেল সহ নানান ব্যবসায়ী প্রতিষ্ঠান এসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের বর্জ্য দিয়ে কাজল দিঘীতে এতে করে নষ্ট হচ্ছে দিঘীর পরিবেশ ব্যাঘাত করছে মাছ চাষীদের। সর্বোপরি ভাববার বিষয় এসব পাকা ঘর নির্মাণের অনুমতি পেল কোথায় জানতে চায় সমাজের বিদ্যমানরা। এভাবে জবরদখল চলতে থাকলে এক সময় দেখা যাবে ইতিহাসের সাক্ষী কাজল দিঘী বিলীন হয়ে গেছে। তাই এলাকার সুশীল সমাজের দাবি ইতিহাসের সাক্ষী কাজল দিঘীকে বাঁচিয়ে রাখার জন্য সুদৃষ্টি কামনা।