
খেলাধুলা প্রতিবেদক: দুই ম্যাচ হারের পর অবশেষে নিজেদের প্রথম জয় পেয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডসের মত সহজ প্রতিপক্ষ পেয়ে ৩৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাবর আজমের দল।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস সংগ্রহ করে ৯১ রান। ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪টি উইকেট হারাতে হয়েছে পাকিস্তানকে। খেলতে হয়েছে প্রায় ১৪ ওভার।টপ ফেবারিট হিসেবে বিশ্বকাপ শুরু করলেও পয়েন্ট টেবিলে অনেকটাই ব্যাকফুটে বাবর আজমের দল। তবে জয় যত কষ্টার্যিতই হোক, স্বস্তি এসেছে পাকিস্তান শিবিরে। ম্যাচ শেষে এই জয়কে প্রেরণাদায়ক হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।ম্যাচ শেষে তিনি বলেন, ‘আশি খুব খুশি। ব্যাটিং এবং বোলিংয়ে আমরা ভালো করেছি।
বলের লেন্থ খুব কঠিন ছিলো। পিচে বাউন্স থাকায় তাদের ভালো লেন্থে বল করা দরকার ছিলো। সবাই নিজের সেরাটা দিয়েছে। আমরা এর চেয়ে অনেক ভালো রান তাড়া করতে অভ্যস্ত। তবে এই জয় আমাদের প্রেরণা দেবে। আমরা পরের ম্যাচে ভালো করতে চাই।’