
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জুয়ার আসর থেকে টাকা আদায় করতে গিয়ে আলমগীর ও সুজন নামে দু’যুবক গ্রেপ্তার হয়েছে। শনিবার( ২৯ অক্টোবর) রাতে পীরগঞ্জ উপজেলার ফুটানী টাউন নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পীরগঞ্জ থানা পুলিশ । পরিচয় সূত্রে তাদের কাছে জানা যায় জানা যায়, আলমগীর ও সুজনের বাড়ি পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি এলাকায় ।
রোববার( ৩০ অক্টোবর) সকালে তাদের ঠাকুরগাও আদালতে প্রেরণ করা হয়েছে।এলাকাবাসি জানায়, শনিবার রাত ১০ টার দিকে ফুটানী টাউন এলাকায় একটি জুয়ার আসরে গিয়ে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করে ঐ দুই যুবক। এ সময় তাদের এই আচরণ দেখে সন্দেহ হলে উভয়ই পথচারিদের কবলে আটক হয়ে যায় । তাৎক্ষনিক তারা পীরগঞ্জ থানায় অবগত করে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। রোববার( ৩০ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে ১৫১ ধারায় আদালতে সোপর্দ্দ করা হয়।পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানায়, আটককৃত দুই যুবককেই আইনের ১৫১ ধারায় কোর্টে চালান দেওয়া হয়েছে। এমনকি তাদের বিষয়ে আরো অনুসন্ধান চলছে।