Sunday, 16 March 2025, 12:53:31 pm

Subscribe our Channel

ঢাকায় আওয়ামী লীগের  বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক: মহান বিজয়  দিবস উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়েছে। বিকেল সোয়া ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শোভাযাত্রার মূল বহর রাজধানীর শাহবাগ অতিক্রম করেছে। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এটি শেষ হবে।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আয়োজনে এ শোভাযাত্রায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও তাদের শাখা সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় এসেছেন। দুপুর থেকে রমনা শাহবাগ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিছিলসহ এসে জড়ো হয়। সব মিছিল এসে রমনা ধানমন্ডি সড়কে সমাবেশে রূপ নেয়।

একদিক থেকে শুরুর ঘোষণা এলেও অপরপ্রান্ত প্রায় ধানমন্ডি ছুয়েছে। দীর্ঘ মিছিল রাজধানীজুড়ে বিজয়ের আবহ তৈরির পাশাপাশি জনভোগান্তিও সৃষ্টি করেছে। মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  এসময়  উপস্থিত  ছিলেন  প্রেসিডিয়াম  সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর  রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আ ফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠিক  সম্পাদক  মির্জা  আজম,  ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি  আবু আহমেদ  মন্নিফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর  রহমান ও  সাধারণ  সম্পাদক  এস এ মান্নান  কচিসহ নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *