
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ সদস্যের এই কমিটির কথা জানানো হয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ পীরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হিসেবে হাসিনুর ইসলামের নাম ঘোষণা করা হয়। এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ৬ জন। তাঁরা হলেন, সোহাগ আলী, সুজন আহমেদ, জিসান খান, তানভীর হাসান রোহান, প্রকাশ রায়, ওয়াহিদ হোসেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন, ফরহাদ রেজা অনিক, রেজওয়ানুল পারভেজ রেজভী,রিপন,সাজিনা সাফা স্মৃতি, আক্তারুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন, মোসাদ্দেক মাফি, সুমন আলী, শামীম রেজা, মেঘনা আক্তার,ইফতি আহম্মদ , ফারজানা শিখা। উল্লেখ্য এই কমিটির মেয়াদ আগামী এক বছর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম জানান জেলা কমিটির সভাপতি সম্পাদকের বেধে দেওয়া সময় এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ একটি পীরগঞ্জ সরকারি কলেজ এ বাংলাদেশ ছাত্রলীগের সুন্দর কমিটি উপহার দিব আমরা ।