Subscribe our Channel

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন আওয়ামী লীগের বিদ্রোহী

জেলা প্রতিনিধি(চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মোহাম্মদ আলী সরকারের প্রার্থিতা বাতিলের  সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী রনি।রোববার (১৫ জানুয়ারি)  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ  আলী  সরকারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট  দায়ের করেন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল,  ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোহাম্মদ আলী সরকার। কিন্তু ভোটার তালিকায়  গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে  নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে  পেতে  হাইকোর্টে রিট  করেন তিনি।৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোহাম্মদ  আলী সরকারের মনোনয়নপত্র বাতিল  ঘোষণা করেন   চাঁপাইনবাবগঞ্জ-২  আসনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী  আঞ্চলিক নির্বাচন   কর্মকর্তা মো.  দেলোয়ার হোসেন। এরপর মোহাম্মদ  আলী  সরকার মনোনয়ন  গ্রহণ  ও  বাতিল সংক্রান্ত বিষয়ে আপিল  করেন  প্রধান নির্বাচন  কমিশনারের   (সিইসি) কাছে।  সেই আপিলেও খারিজ  করেন  নির্বাচন  কমিশন।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী  রিটার্নিং  কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন,  এবিষয়ে  এখনও আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। আদালতের নির্দেশনার কপি হাতে পেলে প্রতীক বরাদ্দসহ যাবতীয় নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *