
প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলায় ৪নং কামাত কাজলদীঘি ইউনিয়নের বিষ্ণু নারায়নী গ্রামের বাসিন্দা মোঃ মশিউর রহমান ও মোছাঃ আলিমা খাতুন এর পুত্র মোঃ আতাউর সামাদ (৪২), জাতীয় পরিচয় পত্র নং ৫৯৬৫৫১৯৮২৯ এর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর একটি চেক বই হারিয়ে গেছে । যার শাখার নাম পঞ্চগড়, হিসাব নং 219. 151.114126, ও চেক বই নং SB/A 3595575, এ বিষয়ে আতাউর সামাদ জানান আমার চেক বইটি ৫ ই জানুয়ারি ২০২৩ সালের আনুমানিক বিকাল ৪ঃ৩০ মিনিটে পঞ্চগড়ের ৪ নং কামাত কাজলদীঘি ইউনিয়নে আওতাধীন টুনিরহাট চৌরাঙ্গিপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর চেক বইটি হারিয়ে ফেলি, পরে অনেক খোঁজাখুঁজি করেও চেক বইটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এমতা অবস্থায় আমি নিরুপায় হয়ে ও ভবিষ্যতের কথা চিন্তা করে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়রির আবেদন করি। আমার চেক বইটি দ্রুত খুজে বের করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। চেক বইটি হারিয়ে যাওয়ার কারণে কোন টাকা লেনদেন করা যাচ্ছে না, এতে করে আমার ব্যবসায়ীক ভাবে মারাত্মক ক্ষতি হচ্ছে।