Subscribe our Channel

পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় মাদকসহ গ্রেপ্তার দই

 পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা থানা পুলিশ কর্তৃক এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঃ ,পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম বার  ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল মোছাঃ রুনা লায়লা মহোদয়ের নির্দেশনায়,  অফিসার ইনচার্জ দেবিগঞ্জ থানার দিক নির্দেশনায় দেবীগঞ্জ  এসআই/ আশরাফুজ্জামান, এসআই/ এরশাদুল হক, এএসআই/ আতিকুর রহমান, নারী কং/ মনীষাসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন ০৩ নং দেবীগঞ্জ ইউপির তিস্তার বাজারের জনৈক বাদলের  মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে মহিলা আসামী পারুল রানী দাস(৪২), স্বামী- মনোরঞ্জন দাস, সাং-দেবীগঞ্জ মধ্যপাড়া, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়   (৩০০ তিন শত) পিচ Tapentadol যুক্ত Tydol-100 ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

এ বিষয়ে তার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *