
মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দুইটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মামুন অর রশিদ (৫০) কে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানার পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের সরকার পাড়া গ্রাম থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন সরকার পাড়া গ্রামের মরহুম আলহাজ্ব তোফাজ্জল হোসেনের ছেলে। বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এর নিদের্শে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় এস আই মোঃ মোমিনুল ইসলাম, এ.এস আই মোঃ সারোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স মামুন অর রশিদকে গ্রেফতার করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নিশ্চিত করে জানান, ৯৭১৩/১৫ ও ১৩১২/১৫ দুইটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মামুন অর রশিদকে গ্রেফতার করে আদালতে সোর্পদ্দ করা হয়েছে। জানা যায়, ঢাকা আদালতে তার বিরুদ্ধে চেক জালিয়াতির দুটি সিয়ার মামলার দীর্ঘদিনের সাজা প্রাপ্ত আসামী পুলিশের চোখে ফাকি দিয়ে ঘুরছিলেন। অপর একটি সূত্র থেকে জানা যায়, মোঃ মামুন অর রশিদ বিভিন্ন জামাত বিএনপির মদত দাতা ছিলেন।
বর্তমানে বিভিন্ন অপকর্ম থেকে বাঁচার জন্য আওয়ামীলীগ দলের সাথে সম্পৃক্ত হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সহ-সভাপতি পদে সাজাপ্রাপ্ত আসামী প্রতারক মামুনের নাম রয়েছে।