
আজম রেহমান, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.ইমদাদুল হক,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহ, ভেটেরিনারী সার্জন ডাঃ সোহেল রানা, এলডিডিপি’র সম্প্রসারন কর্ম কর্তা ডা. সানজিদ হোসেন, সফল খাামারী ফয়সাল আলম প্রমূখ ।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন খামারী উন্নত জাতের গাভী, ষাড়, মহিষ, ছাগল, ঘোড়া, ভেড়া, কবুতর, পাখি, হাঁস, মুরগী প্রদর্শন করেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারীদের মধ্যে পুরস্কারের চেক হস্তান্তর করা হয়।