Subscribe our Channel

চট্টগ্রামে বসতঘরে ১২ ফুট অজগর, পাহাড়ে অবমুক্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক(চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে লোকালয়ে নেমে আসা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকার বিশু বড়ুয়ার বসতঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।পরে অজগরটি পাশের পাহাড়ে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাউজান ফরেস্ট স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা। তিনি জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি।

ফরেস্ট স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে দুপুরে কদলপুর দক্ষিণ বড়ুয়া পাড়া থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে। খাবারের সন্ধানে পাহাড়ি এলাকা থেকে অজগরটি লোকালয়ে এসে ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *