Subscribe our Channel

আটোয়ারীতে করোনা ভ্যাকসিন প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন ৭ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান শুরু

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে মর্মে জানিয়েছেন করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সহায়তা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১৬২ ভায়াল করোনা ভ্যাকসিন পৌঁছেছে। প্রতি ভায়াল হতে ৯/১০ জন ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিনগুলো পৌঁছার সাথে সাথে কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সানন্দে গ্রহন করা হয়েছে। সদস্য সচিব বলেন, রবিবার(৭ ফেব্রুয়ারি ) করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে কোভিড-১৯ এর সম্মুখ সারির প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সম্মুখ সারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সকল ধর্মের প্রতিনিধিরা ভ্যাকসিন পাবেন। ৫৫ বছর ও তদুর্ধ নাগরিক নিবন্ধন অত্যাবশ্যক। উপজেলা নিবাহী অফিসার করোনা ভ্যাকসিন প্রদানে শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *