Subscribe our Channel

গত ১ দিনে করোনায় ৩৮ জনের প্রাণ গেল

 নিজস্ব প্রতিবেদক :  আজ  দেশে করোনা সংক্রমণে মৃত্যু বেড়েছে । গত ১ দিনে এই ভাইরাসটি কেড়ে নিলো ফের ৩৮ জনের  প্রাণ। দেশে ভাইরাসে মৃতের সংখ্যা দড়ায় ২হাজার ৮৭৪ জন। এই সময় করোনাতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ফের ২হাজার ৫২০ জনে। সর্ব  সাকুল্যে  শনাক্তকারি রোগী হয়েছে ২ লাখ ২১ হাজার ১৭৮ জন।

শনিবার ২৫/০৭/২০২০ইং  দুপুরের স্বাস্থ্য অধিদফতরে করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্যটি জানালেন অধিদফতরের  অতিরিক্ত মহাপরিচালক  অধ্যাপক ডা. নাসিমা  সুলতানা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *