Subscribe our Channel

নিজস্ব প্রতিবেদক :

দেশে এবার জলবায়ু পরিবর্তন এমনকি মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলা করতে সিভিএফ-কপ২৬ সহনশীলতা কর্মপরিকল্পনা প্রণয়ন করতে আহ্বান জানালেন জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরাম (সিভিএফ) থিম্যাটিক দূত সায়মা ওয়াজেদ হোসেন।

গত সোমবার ৩০ নভেম্বর দেশটির লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ( সিভিএফ) এর একটি উচ্চ স্তরের সংলাপে তিনিিএই আহ্বানটি জানালেন ।

 

গতকাল ২ ডিসেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে এই সকল  তথ্যাদি জানালেন ।

সায়মা ওয়াজেদ হোসেন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিএফ প্রেসিডেন্ট হিসেবে ব্যক্তিগতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণ ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা এমনকি অভিযোজন সহায়তা, উচ্চতর অভিযোজনিএবং প্রশমনের জন্য সুষম তহবিল গঠন এমনকি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির সকল বিষয় নিয়ে এক নিবেদিত ফোরাম গঠনের উচ্চাভিলাষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *