
পীরগঞ্জ ঠাকুরগাঁওর প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে আগুন লেগে প্রায় ২ হাজার মুরগি পুড়ে গেছে। গত ১৫-১১-২০ রবিবার রাত সাড়ে ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার রামদেবপুর গ্রামের বিকে পোল্ট্রি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা টি ঘটে। ফার্মের মালিক বিবেকানন্দ রায় আমাদের প্রতিনিধি কে জানান,গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে ফার্মে হঠাৎ করেই আগুন দেখতে পান তারা। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিভাতে পারেন নি। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ফার্মের ২ হাজার লেয়ার ও ব্রয়লার মুরগি আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এই ফার্মের মালিকের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। এবিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সরকারিভাবে ফার্মের মালিককে আর্থিক সহায়তা করা হবে।