Subscribe our Channel

বীরগঞ্জে ট্রলির সাথে ধাক্কা লেগে স্কুলের প্রধান শিক্ষক নিহত

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জে ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৫৫) নামের এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের হাবলুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম হচ্ছেন উপজেলার সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের মৃত ছবির উদ্দিন ডিলারের ছেলে ও চৌপুকুরিয়া আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবলুরহাট এলাকায় মেইন রাস্তার পাশে একটি নষ্ট ট্রলি দাড় করানো ছিল। কবিরাজহাট থেকে মোটরসাইকেল চালিয়ে ওইদিক দিয়ে বীরগঞ্জ পৌরশহরে যাচ্ছিলেন রবিউল ইসলাম সহ তার স্ত্রী চৌপুকুরিয়া আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেন্সি বেগম (৪৭) ও ছেলে সংগ্রাম (১৮)। রবিউল ইসলাম হয়ত রাস্তার পাশে দাড় করানো ট্রলিকে দেখতে পাননি। রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রলির পিছনে মোটরসাইকেল লাগিয়ে দিলে ঘটনাস্থলেই প্রধান শিক্ষক রবিউল ইসলাম মারা যান।

স্ত্রী ফেন্সি বেগম আহত হন, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেন্সি বেগমকে বাড়িতে নেওয়া হয়। বৃহস্পতিবার যোহরের নামাজের পর রবিউল ইসলামের জানাযায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *