Subscribe our Channel

দিনাজপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সোমবার দুপুর ৩টায় উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গী ভলেশাপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলো, উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের মীরাটুঙ্গী ভলেশাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে লিমন (৩) এবং দুলাল ইসলামের ছেলে তাহিরুল ইসলাম (৩)। তারা সম্পর্কে একে অপরের আপন চাচাতো ভাই।জানা গেছে, সোমবার দুপুরে দুই শিশু বাড়ির পাশে কাপড় ব্যবসায়ীর মফিজুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে তাদের দুজনকে খুজে পাওয়া যাচ্ছিলনা। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিকেল ৫টার দিকে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুজি শুরু করেন।

এ সময় পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন জাোগ নিউজকে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুই শিশুর মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *