Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে ‘দুদক’ এর সাথে ‘দুপ্রক’ এর মতবিনিময় সভা

 আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন ও প্রতিরোধমূলক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বৃহস্পতিবার ( ১৬ মে) সকালে দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৫ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি( দুপ্রক) এর নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, দুদক, সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আজমির শরিফ মারজী, সহকারী পরিচালক  মোঃ ইমরান হোসেন সহ পঞ্চগড়, তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ  উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম হিসেবে বিগত কয়েক বছরে গৃহিত বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা করা হয়।

একই সাথে করোনাকালীন প্রতিকূল  অবস্থা কাটিয়ে উঠে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সততা সংঘের পুনর্গঠন, সততা স্টোর পরিদর্শন সহ শিক্ষার্থীদের নতুন করে উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে নানমূখী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়। সরকারি-বেসরকারি দপ্তরগুলোতে ভোগান্তিবিহীন ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে সচেতনতাকরণ, দুদকের ১০৬ হটলাইন নম্বরের প্রচার, দুর্নীতির বিরুদ্ধে আত্মশুদ্ধিকরণে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বিষয়ক র‌্যালি, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা, শিক্ষার্থীদের  নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও দুর্নীতি বিরোধী রচনা  প্রতিযোগিতা সহ দুদকের বিভিন্ন অভিযান সম্পর্কে সকলকে অবগতকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *