Subscribe our Channel

বঙ্গবন্ধু  টানেল সড়কে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম থেকে   নিজস্ব প্রতিবেদক  : বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান টানেল সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে  সিএনজিচালকসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টানেল সড়কের বৈরাগ গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- সিএনজিচালক খোরশেদ আলম, মোহাম্মদ জামাল, রায়হান শরীফ, ইয়াসমিন আকতার, মোহাম্মদ রায়হান। তারা সবাই আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের খাঁন বাড়ি এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাইক্রোবাসটি টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার বৈরাগ গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সিএনজি অটোরিকশাসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে পাঠায়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ‘টানেল সড়কে দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গাড়ি দুইটি উদ্ধার করে থানা আনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *