মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব মা দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত (১২ মে) রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলের সভাপতিত্বে মা সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মরিুজ্জামান, আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, তথ্য সেবা কর্মকর্তা রোকসানা নার্গিস প্রমূখ ।
এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারীসহ উপজেলার সকল মহিলা বিষয়ক সমিতির সদস্য,গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।