আটোয়ারী( পঞ্চগড়) প্রতিনিধি ঃ বংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ১২ Ñ ১৪ মে তিন দিনব্যাপি সেবা কার্যক্রম পরিচালনা উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার ( ১২ মে) দুপুরে উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন প্রমুখ। সভায় একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের সরকারি বিভিন্ন সহায়তার বিষয়ে জনসাধারণকে সচেতন করা সহ সরকারি সুযোগ সুবিধা গ্রহণের জন্য সকলকে আহবান জানানো হয়।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সগ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।