Subscribe our Channel

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:  দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রাণিম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গত (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধনের পর, ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত¡রে প্রাণি প্রদর্শনী ও সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রাণিসম্পদক প্রদর্শনী ও আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে অংশগ্রহন করেন প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এম,পি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাক্তার এনায়েত উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে উপজেলার খামারিদের স্টোল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *