
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি :
মহামারি প্রাণঘাতী করোনা প্রতিরোধে ও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে বীরগঞ্জ পৌরসভার ৯টি পূজাম-পে মাস্ক বিতরণ করেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিমূল তালা সনাতন ধর্মঙ্গণ কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ সরকার মাস্ক গুলো গ্রহণ করেন। এসময় উক্ত মন্দিরের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর কার্তিক ব্যানার্জী, জাতীয় যুব শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিন ও মন্দির সেবায়েত বাদল রাহা উপস্থিত ছিলেন।