খেলাধুলা প্রতিবেদক : রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ গোল করলেন ম্যাচের ২০ মিনিটে। খেলার শুরুতেই গোল করে এগিয়ে থাকা রিয়াল লিড ধরে রেখেছে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত।কিন্তু অতিরিক্ত সময়ের ৩ মিনিটে আচমকা হেড দিয়ে গোল করে বসে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যামফিস ডিপায়ের অ্যাসিস্টে দুর্দান্ত হেডে রিয়ালের জালে বল জড়িয়ে দেন মার্কস লরেন্ট। শেষ মুহূর্তে গোল করে রিয়ালের পয়েন্টে ভাগ বসালো তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো। জমজমাট লড়াইয়ে মাদ্রিদ ডার্বি শেষ হলো ১-১ গোলে ড্র হয়ে।রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচে ড্র করে দুইদলের কারোই পয়েন্ট টেবিলের অবস্থান পরিবর্তন হয়নি।
২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল। অপরদিকে সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানই বহাল আছে অ্যাতলেটিকোর।সমান ম্যাচ খেলে রিয়ালের থেকে ২ পয়েন্ট কম ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে জিরোনা।ম্যাচ শেষে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের পক্ষ থেকে একটি ভালো একটি ম্যাচ ছিল। আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু শেষ মিনিটে একটি গোল হজম করা আমাদের জন্য দুর্ভাগ্যের।’‘আমরা ভালো করেছি। জেতার যোগ্য ছিলাম। কিন্তু আমাদের অভিযোগ করার কিছু নেই। আমরা টেবিলের নেতৃত্ব দিচ্ছি এবং আগামী শনিবার আমাদের সামনে আরও একটি বড় পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। দলকে শান্ত হতে হবে, এই ম্যাচে আমাদের একটি ভালো পয়েন্ট বেরিয়ে এসেছে।’- যোগ করেন আনচেলত্তি।