তোতা মিয়া: পেঁয়াজের পর এবার আলুর বাজারে দেখা দিয়েছে অস্থিরতা।অসৎ ব্যবসায়ীদে অধিক মুনাফা প্রবণতায় বাজারে হঠাৎ করেই নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম চলে যাচ্ছে ক্রেতার নাগালের বাইরে। শুক্রবার (২৯ ডইসম্বর), পঞ্চগড় কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ( টিসিবি) পণ্য মুল্য তালিকা অনুযায়ী বর্তমান বাজারে আলুর দাম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা । যা একমাস আগেও ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি । অর্থাৎ এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। কিন্তু,এত কিছুর পরেও বাজারে টিসিবি নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না আলু।
পঞ্চগড় বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে ,বাজারে নতুন ও পুরানো আলু কেজি পড়ছে ৮০ টাকা ।পুরানো আলুর দাম কোথাও কোথাও একটু কমে ৭০ টাকা কেজিতে এসেছে।আবার নতুন আলু আকারে বেশি ছোট হলে সেটির দামও একটু কম রাখা হয়। অন্যদিকে, স্থানভেদে মহল্লার ভ্রাম্যমান দোকানগুলোতে আলুর দাম হাঁকা হচ্ছে ৮০ টাকা পর্যন্ত কেজি।বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহ থেকে সবরকম আলুর দাম কেজিতে বেড়েছে অন্তত ১০ টাকা। এদিকে ক্রেতারা বলছেন এমন ওঠানামা সবজির বাজার আমাদের বারোটা বাজিয়ে দিচ্ছে সব জায়গাতেই যেন শুভঙ্করের ফাঁকি, কর্তিপক্ষর নেই কোনো দেখভাল।