খেলাধুলা প্রতিবেদক : কী অসাধারণ ইনিংসটাই না খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। তর্কসাপেক্ষে এটিকে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস বললেও ভুল বলা হবে না। ৯২ রানে ৭ উইকেট হারানোর পর দলকে একাই টেনে নিয়ে যান শেষ অবদি। নিজে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ শেষ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। আফগানদের তিন উইকেটে হারিয়ে সেমিফাইনালটাও নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।অথচ এই অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হারার পর সবাই তাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। সেটিই মনে করিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া ম্যাক্সওয়েল বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারার পর মানুষ আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমাদের ভেতর বিশ্বাস ছিল আমরা ফিরবো। আজকের ম্যাচের পর এটা আরো বেড়েছে আমাদের মধ্যে।’নিজের অতিমানবীয় ইনিংস সম্পর্কে বলেন, ‘যখন ফিল্ডিং করছিলাম তখন বেশ গরম ছিল। আমি গরমে তেমন দৌড়াতে পারছিলাম না, নিজেকে তৈরি করেছিলাম ব্যাটিংয়ের জন্য। আমি পায়ে কিছুটা ব্যথা অনুভব করেছিলাম। আমি নিজের পরিকল্পনায় অটল ছিলাম। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’ম্যাচে একবার এলবিডব্লিউ আউট হয়েছিলেন ম্যাক্সওয়েল, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান।
পাশাপাশি তার একটি ক্যাচও ফেলে দেন মুজিব। ম্যাক্সওয়েল বলেন, ‘এলবিডব্লিউতে জীবন পাওয়ার পর আমি আরো ভালো খেলার চেষ্টা করি। ফ্লাডলাইটের নিচে বলে সুইং করছিল। তারা দারুণ বোলিং করেছে। যদি আমি ক্যাচ মিসের কোন সুযোগ না দিতাম তাহলে জিনিসটা আরও ভালো হতো, তবে সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি।’