Subscribe our Channel

তেঁতুলিয়ায় কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

মুুহম্মদ তরিকুল ইসলাম,  নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ কৃষকলীগের ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদরাসা মাঠে কর্মীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ তারিন। এছাড়া উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রুনা লাইলা, জেলা কৃষকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুন্নাহার জেসমিন, উপজেলা কৃষকলীগের সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি রাজিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, উপজেলা কৃষকলীগের সহ-প্রচার বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ তারিন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কৃষকেরা তাদের কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। কৃষকের সার-বীজসহ কোন কৃষি উপকরণের অভাব হয়না।

কৃষি উৎপাদন বাড়াতে সরকার ভুর্তুকিসহ বিভিন্ন প্রনোদনা প্রদান করে আসছে। তাই কৃষককে বাচঁতে হলে আওয়ামীলীগকে আবারও ভোট দিতে হবে। তবে পঞ্চগড়ে চা শিল্পে পাতার দরপতনে আমরা কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। চা চাষিদের কাঁচা চাপাতার ন্যায্য মূল্যর দাবীতে অনেক মানববন্ধন ও কথা বলায় সরকার বিষয়টি অবগত হলে বাণিজ্যমন্ত্রীর মাধ্যমে কদিন আগে পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের শুভ উদ্বোধন করেন। এছাড়াও তিনি দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করণসহ বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে নির্বাচিত করার আহ্বান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *