
নিজস্ব প্রতিবেদ পঞ্চগড় : পঞ্চগড়ে চলছে অদক্ষ চালক দ্বারা বিদ্যুৎ খেকো ব্যাটারি চালিত থ্রি হুইলার ও ইজিবাইক, সেই সাথে বেড়েছে বিদ্যুৎ এর দাম ঘটছে সড়ক দুর্ঘটনা। বিদ্যুৎ সংকটের কারনে ঘন্টার পর ঘন্টা চলছে লোসেটিং বাচ্চাদের লেখাপড়ায় ঘটছে ব্যাঘাত, তীব্র গরমে রাতে ঘুমাতে পারেনা মানুষ। এছাড়াও পৌর শহরে অতিরিক্ত ইজিবাইক হওয়ায় বিপাকে পড়ছে পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যন্ততন্ত্র যাত্রী উঠানামা নেই কোন ট্রাফিক পুলিশ ব্যবস্থা। যে যার মত দাপিয়ে বেড়াচ্ছে পৌর বাজার শহর সহ অলি গলি।
গত তিনদিন পূর্বে পঞ্চগড় তেঁতুলিয়া জাতীয় সড়কের ডাহুক নদী সংলগ্ন সড়ক এলাকায় থ্রি হুইলার ও ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইক চালক। আহত হয়েছেন আরো অনেকে তবুও তেতুলিয়া পঞ্চগড় সড়কে চলছে এসব অবৈধ যন্ত্রদানব থ্রি হুইলার। এ বিষয়ে জানার জন্য পঞ্চগড় তেতুলিয়া উপজেলার হাইওয়ে ওসি, জাকির হোসেন এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নাই।