
ফাইদুল ইসলাম,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিতথ্য নিশ্চিতকরণের জন্য উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সাথে উপজেলা ভূমিহীন সমন্বয়ন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকালে কমিউিনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগীতায় উপজেলা সভা কক্ষে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এ আয়োজন করে। এতে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি অবিনাশ চন্দ্র রায়ে সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান জালাল উদ্দীন, পীরগঞ্জ-রাণীশংকৈল সংসদীয় ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান গজেন চন্দ্র রায়, এনামুল হক প্রমূখ।
এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।