
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও,জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাসালডাঙ্গী নামক স্থান থেকে রাহবার এন্টারপ্রাইজ নামে একটি নাইট কোচে তল্লাশি চালিয়ে ১৭৬০পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম শরিফ (২৯) নামে এক যুবককে আটক করা হয়। গত শনিবার (১১মার্চ) ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি মাদক বিরোধী অভিযানিক দল ইয়াবাসহ শরিফকে আটক করে। পরদিন রবিবার ১২ মার্চ পীরগঞ্জ থানা পুলিশ তাকে জেলা জেল হাজতে পাঠিয়েছে। শরিফ উপজেলার পৌরশহরের রঘুনাথপুরের শামসুল হক ওরফে লেদাইয়ের ছেলে। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পীরগঞ্জ গামী রাহবার এন্টারপ্রাইজ নামে নাইট-কোচে করে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানের সময় শরিফুল নামে কোচের যাত্রীর শরীর তল্লাশী করে ১ হাজার ৭৬০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবাসহ তাকে আটক করে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নাইট কোচে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।