মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জেলা হকার্স পাটির আহবায়ক ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম গত ৫ মার্চ রাউতনগরের ব্যবসায়ি জাফর আলী ও তার লোকজনের হাতে লাঞ্ছিত হন। এর প্রেক্ষিতে তিনি সোমবার ৬ মার্চ বিকেলে পৌরশহরের সিমলা ইন্টারন্যাশনাল (লিঃ)অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এতে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতনের) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন,সদস্য মাহবুব আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই সাথে ঘটনার সাক্ষী ও অন্যতম অভিযোগকারি মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক মঈনউদ্দীন বিশ্বাসও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম তার লিখিত বক্তব্যে গত ৫ মার্চ রাউতনগরের মঈনউদ্দীন বিশ্বাসের মায়ের জানাজা অনুষ্ঠানে একই এলাকার ব্যবসায়ি জাফর আলী কর্তৃক শারীরিক ভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার বর্ণনা দেন। সিরাজুল অভিযোগ করেন তাকে বিনাকারনে উদ্দেশ্যমূলকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন । সিরাজুলের অভিযোগ সমর্থন করে মঈনউদ্দীনও তার মায়ের জানাজায় মারধরের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবি করেন।