মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (৪ মার্চ) হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর রামরায় যাওয়ার পথের শিমুল গাছের বিপরীত ভুট্টা খেতে সাইফুল (১৪) নামে এক ব্যাক্তির ভুট্টা খেতে পরে ছিল লাস। স্থানীয়ী কিছু নারী ঘাস তুলতে এসে সাইফুলের মরদেহ দেখতে পায়। সাইফুলের মুখে কাপড় পেচিয়ে হাতে,পায়ে দড়ি দিয়ে বেধে ফেলা রাখা হয়েছে ভুট্টা খেতের এক পাশে। এমন অবস্থা দেখে ওই নারীরা চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল তৈরী করে মরদেহটি থানায় নিয়ে আসে।
পুলিশ সুত্র মতে জানা গেছে, সাইফুল ইসলাম পাশ্বর্বতী হরিপুর উপজেলার চৌরঙ্গী দামোল এলাকার নুরুল ইসলামের ছেলে। নিহতের পিতা নুর ইসলাম জানান, গত (২৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে তার ব্যাটারী চালিত অটো গাড়িতে করে ২ জন যাত্রী নিয়ে কাঠালডাঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হয়। রাত ১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মুঠোফোনে ফোন করলে ফোন বন্ধ পায়। এব্যপারে নুর ইসলাম বাদী হয়ে হরিপুর থানায় একটি সাধারণ ডাইরী করেছিলেন। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, মরদেহটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্যে উদঘাটন হবে।