
কায়সার রেজা লাবণ্য,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন যুব উন্নয়নে কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ এ স্লোগানে গত বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষক প্রকল্পের আওতায় টেকনোলজি এমপাওয়ারম্যান্ট কম্পিউটার এন্ড নেটওয়াকিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, পরিচালক প্রশিক্ষক যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা আবুল খায়ের, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও মনছুর রহমান খান প্রমুখ।