
পীরগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, উপজেলা আওয়ামীলীগের সাথে মতবিনিময় সভা
মোঃ পারভেজ হাসান : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ২৭ শে ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ রেজওয়ানুল হক বিপ্লব এর সাথে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার সদ্য ঘোষিত নবনির্বাচিত কমিটির সভাপতি প্রত্যয়, সহসভাপতি নয়ন, বাবলু রশিদ বাঁধন, সাধারণ সম্পাদক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হাসান, জয় ইসলাম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।