পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি, গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মজিবর রহমান (৭০), এই বয়সেও তিনি পেটের ক্ষুধা নিবারণ করার জন্য নদী থেকে পাথর উত্তোলন করে।কিন্তু ভাবতে অবাক লাগে কারণে-অকারণে মজিবর রহমানের ছোট ছেলে ফজল আলী (৩৫), বৃদ্ধ মজিবর রহমানকে মারপিট করতো। গত ২৩ তারিখ আবারো কারণে-অকারণে বৃদ্ধ মজিবুর রহমানে কে তার পুত্র ফজল আলী, পিটিয়ে গুরুতর জখম করে। পিটুনি খেয়ে মাটিতে পড়ে দীর্ঘ সময় ধরে অজ্ঞান হয়ে থাকে। পরে মজিবুর রহমান এর মেয়ে জয়গুন নেছা,তার পিতা কে মারার বিষয়টি জানতে পেরে ছুটে আসেন। এসে দেখেন বৃদ্ধ মজিবুর রহমান মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে।
এ বিষয়টি তার পরিচিত সন্ধানী লাইফ ইন্সুরেন্স জগদল শাখা অফিসের ইনচার্জ সঞ্জয় কুমার, কে জানালে সঞ্জয় কুমার ওই মুহূর্তে একটি মাইক্রোবাস ভাড়া করে আহত মজিবুর রহমান কে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করেন। পরে মেয়ে জয়গুন নেছা, তার পাষাণ ছোট ভাই ফজল আলী (৩৫), এর বিরুদ্ধে পঞ্চগড় তেতুলিয়া উপজেলার মডেল থানায় একটি অভিযোগ আনায়ন করেন। এবং জয়গুন নেছা বলেন ইতিপূর্বে আমার বৃদ্ধ বাবাকে এই ফজল আলী,আরো তিন বার মেরেছে এবার আমি ছাড় দেব না কারণ আজকে আমি সময় মতো না আসলে আমার বাবা মারা যেত। আমি সমাজের সকল স্তরের মান্যগণ্য ব্যক্তিদের কাছে এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।