পঞ্চগড় প্রতিনিধি : সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। গতকাল রাত বারোটা এক মিনিটের সময় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন। এ সময় ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তরুণ, তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সবার হাতে ছিল পুষ্প অঞ্জলি। সবাই ধৈর্য সহকারে পুষ্প অঞ্জলি হাতে নিয়ে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছিল পঞ্চগড় শেরে -ই – বাংলা পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, নবীন লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা শ্রমিক লীগ, সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থেকে পুষ্প অঞ্জলি অর্পণ করতে দেখা গেছে।
এ সময় বেসরকারি আধা সরকারি, বিভিন্ন সংগঠন, ও পঞ্চগড় নিউ প্রেস ক্লাব এর গণমাধ্যম কর্মী সহ সকল স্তরের মানুষ ধৈর্যের সাথে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন। দিবসটির অত্যন্ত গুরুত্বের সাথে সঞ্চালনা করেছেন পঞ্চগড় জেলা পরিষদ মহিলা সদস্য আক্তারুন নাহার সাখি,