ঠাকুরগাঁও: সরকারের পদত্যাগ, ১০ দফা দাবী আদায়, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের শুরুতেই বিএনপি ও এর অংগ সংগঠনের নেতারা বিক্ষভ মিছিল করতে করতে সমাবেশ স্থলে পৌঁছে। সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিমের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।