মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বীরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ সরকারি কলেজ, বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, আমিনা করিম মেমোরিয়াল বালিকা, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কাচারিপাড়া সহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন ও আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের শ্রেণির বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়ক, উপন্যাস,গল্প ও কবিতার বই পড়ার জন্য উধবুদ্ধ করেন।