আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। “ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানকে সামনে রেখে বুধবার ( ২৫ জানুয়ারি) বিকেলে আটোয়ারী থানা চত্বরে এসোসিয়েশনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা পিপিএম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এস.এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ উপকারভোগীগণ। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার চার শতাধীক নারী-পুরুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানান আটোয়ারীর সুধি সমাজ।