Subscribe our Channel

পঞ্চগড় করতোয়া নদী থেকে হারিয়ে যাচ্ছে সুস্বাদু চিলি মাছ

তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড় করতোয়া নদী থেকে হারিয়ে যাচ্ছে সুস্বাদু চিলি মাছ, এক সময় করতোয়া নদীর উপর দিয়ে বেয়ে যাওয়া লোহার ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে ঝাকে ঝাকে ছোট ছোট চিলি মাছ ঘুরে বেড়াতো। শুধু চিলি মাছেই নয় চোখে পড়তো আইর মাছ,টোনা মাছ, রাইচেং মাছ, উটটা মাছ,ভাংনা মাছ, বাঁশপাতাড়ি মাছ, ভোঁদড় মাছ, চ্যাগবেগা মাছ, কালবাউশ মাছ, বাগাইর মাছ, বোয়াল মাছ,গজার মাছ, এমন নাম না জানা অনেক সুস্বাদু মাছ আজ বিলুপ্তির পথে।

এসব মাছ বিলুপ্তি হওয়ার কারণ একটাই মানুষের অসাবধানতা জমিতে কীটনাশক প্রয়োগ, বর্ষাকালে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ নিধর, ডিম পাড়া মা মাছ নিধর সহ। নানা অকারণ ও সরকারি আইন অমান্য করে জেলেদের মাছ নিধর এর প্রধাণ কারনে, আজ দেশীয় মাছ বিলুপ্তি হয়ে গেছে। এছাড়ও নদী থেকে অবৈধ ভাবে পাথর বালু উত্তোলন এর কারনে নদীর নাব্যতা হরণ হওয়ায় এসব সুশাধু মাছ আজ আমরা হারিয়েছি। এক সময় পঞ্চগড় করতোয়া নদীতে চৈত্র বা বৈশাখ মাশে এ নদীতে সতার করতে দেখতাম আর এখন সেই নদীতে হাটু পানিও নেই। এসব নানান অনিয়মের কারণে পঞ্চগড় করতোয়া নদী দ্বীপে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *