মো.তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড় ৮নং ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর গ্রামে ২৩ শে জানুয়ারি সমবায় সমিতির এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। তিনি তার বক্তব্যের মাধ্যমে সমবায়ের উন্নতি ও অগ্রগতি বিষয়ে বিশেষ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ধাক্কামারা ইউনিয়নের সমবায় এর সভানেত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী’রা।
জননেতা জনাব আমিরুল ইসলাম এ সময় তিনি তার মূল্যবান বক্তব্য দিয়ে সমবায় এর নেতৃবৃন্দর কথা শোনেন। এবং তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নেতা আমিরুল ইসলাম বলেন সমবায় মানে সঞ্চয় সমবায় মানে নারীদের শক্তি আজ সারা দেশে আওয়ামী লীগে এর নেতৃত্বে নারীরা পুরুষদের পাশাপাশি সকল স্থানে অংশগ্রহণ করে তাদের অধিকার আদায় করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় নারীদের উন্নয়ন নিয়ে সোচ্চার রয়েছেন। তাই আমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলেই নারীরা এগিয়ে যাবে পিছু পা হবে না।