Subscribe our Channel

বালিথুবায় অবৈধ ইটভাটার জলন্ত আগুনে পানি ডেলে দিয়েছে প্রশাসন

সোহাঈদ খান জিয়া, চাঁদপুর জেলা প্রতিনিধি :  চাঁদপুরের ফরিদগঞ্জে প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ইটভাটা পরিচালনা করায় ইটভাটার আগুনে পানি ডেলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকায় মা রহমত ব্রিক ফিল্ডে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার। জানাযায়, গত ১৪ জানুয়ারী শনিবার দুপুরে মা রহমত ব্রিক ফিল্ডে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ইট ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দিয়ে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। কিন্তু ভাটা মালিক প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঐ দিন হতে ইট পোড়ানো কাজ করে থাকে।

প্রশাসনের এ নির্দেশ অমান্য করার কারণে দ্বিতীয় বার পুনরায় ইটভাটার আগুনে পানি ডেলে বন্ধ করে দেয়া হয়। এসম উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল হান্নান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক, ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলামওফায়ার সার্ভিসের কর্মীরা। এ অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসনের নির্দেশ অমান্য করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে স্থানীয় মানুষের দাবী, পৌর সদর ও বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় দেদারসে অবৈধ ইটভাটা পরিচালিত হলেও প্রশাসনের কোন খবরদারি নেই।দৈনিক চাঁদপুর কণ্ঠসহ স্থানীয় পএিকায় সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *