Subscribe our Channel

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :  ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ঠাকুরগাঁও পৌরসভা মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো: আব্দুল আজিজ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী ইকবাল রনি, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউর রহমান, এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলার উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *